এমপি তুহিনের বদ্যানতায় ৮১ বছরের বৃদ্ধা পেল বয়স্ক ভাতা কার্ড

0
264

এবি সিদ্দিক খসরু নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনের বদ্যানতায় ঘন্টাখানেকের মধ্যেই ৮১ বছরের বৃদ্ধা ও ৭ বছরের কন্যা পেল সরকারী ভাতা কার্ড। জানাযায়, সোমবার সকালে সংসদ সদস্য তাঁর পৌরবাস ভবনে প্রতিদিনের মতই সাধারন জনগণের বিভিন্ন অভিযোগ, আবদার ও সমস্যার কথা শুনেন এবং তদানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে থাকেন। ঠিক সেসময় উপজেলার বেতাগৈর ইউনিয়নের আত্মরামপুর গ্রামের ৮১ বছরের বৃদ্ধা আবাল হোসেন নিজের একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসেন। অভাব অনটনের সংসারে বৃদ্ধ বয়সে কোনকিছু খাওয়ার ইচ্ছাপোষন করলেও তার ভাগ্যে তা জুটেনা। তাই বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য বিভিন্ন ধারে ধারে ঘুরে অবশেষে এমপি তুহিনের দারস্থ হন। পাশাপাশি মুশুলী ইউনিয়নের ৭ বছরের সুমাইয়া আক্তার নামে এক শারীরিক প্রতিবন্ধী মেয়েও ভাতা প্রাপ্তির লক্ষ্যে তার মা-বাবা সঙ্গে নিয়ে বাসায় আসে। পরে জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন সেসব অসহায়ত্বের কথা শুনে তাদেরকে সঙ্গে নিয়ে উপজেলার সমাজ সেবা অফিসে যান এবং ঘন্টাখানেকের মধ্যেই তাদের বয়স্ক ভাতা-প্রতিবন্ধী ভাতা কার্ড প্রদানের ব্যবস্থা করে দেন। এতে আবাল হোসেন সংসদ সদস্যকে বলেন, বাবা ! আল্লাহ তোমার মঙ্গল করুক। পরে সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদানের নিমিত্তে কার্ড বিতরন করেন। এমপি তুহিন বলেন, “শেখ হাসিনার অঙ্গীকার, আলোকিত হবে ঘর সবার।” আমি সর্বদাই সাধারন মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি এবং আগামীতেও তাদের দোয়ায় সুবিধাবি ত মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। কার্ড বিতরণের পর তিনি উপজেলা নির্বাচন অফিসের কার্যক্রম পরিদর্শন করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here