এবার চীন বানালো আরও ভয়ংকর বিধ্বংসী বোমা

0
258

খবর৭১ঃযুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা মাদার অব অল বম্বস ‘মোয়াব’ এর জাবাবে চীনও তৈরি করেছে শক্তিশালী বৃহদায়ন বোমা। এটির নাম দেওয়া হয়েছে ‘মাদার অব অল বম্ব’ নামে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে চীনা কর্তৃপক্ষ থেকে এটি জানানো হয়।

চীনের বৃহৎ প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিঙ্কো প্রথমবারের মতো চীনের সবচেয়ে বড় এই নন-নিউক্লিয়ার বোমার প্রদর্শনী করেছে বলে জানায় চীনের গ্লোবাল টাইমস পত্রিকা।

পত্রিকাটি জানায়, ব্যাপক বিধ্বংসী ক্ষমতার কারণে এটিকে ‘মাদার অফ অল বম্বস’-এর চাইনিজ ভার্সন বলে অভিহিত করেছে।

পরমাণু বোমার পর এটাই সবচেয়ে বিধ্বংসী বোমা। নরিঙ্কোর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এইচ-কে যুদ্ধবিমান থেকে বোমাটি ফেলা হলে বিশাল আকারের বিস্ফোরণ ঘটে।

সিনহুয়া জানায়, এটিই প্রথম ধ্বাংসত্বক বোমা যা জনগণের সামনে উন্মুক্ত করা হয়েছে।

২০১৭ সালে আফগানিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করার সময় মার্কিন সেনাবাহিনী একটি জিবিইউ ৪৩/বি ম্যাসিভ অর্ডিনান্স এয়ার ব্লাস্ট (মোয়াব) ফেলে সন্দেহভাজন আইএসের লক্ষ্যবস্তুতে। এই বোমা ‘মাদার অফ অল বম্বস’ নামেই পরিচিত।

চীন তাদের বোমার জন্যও একই নাম ব্যবহার করলেও এটি যুক্তরাষ্ট্রের বোমাটির চেয়ে ছোট এবং হালকা।বোমাটির দৈর্ঘ্য প্রায় ৫-৬ মিটার। ওজন বেশ কয়েক টন। আকারে বড় হওয়ায় একবারে একটা বোমাই বহন করতে পারে এইচ-৬কে বোমারু বিমান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here