এবার আ’লীগের মনোনয়ন না পেয়ে কাঁদলেন দারা

0
259

খবর৭১ঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে নিজের নির্বাচিত রাজশাহী-৫ আসন থেকে মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন কাজী আব্দুল ওয়াদুদ দারা।

শুক্রবার বিকালে পুঠিয়ার বিড়ালদহে নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

এ সময় তিনি আওয়ামী লীগকে জয়ী করতে সকলকে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অনেকে।

গত ২০০৮ সালে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুঠিয়া-দুর্গাপুর থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আব্দুল ওয়াদুদ দারা।

এবার তার পরিবর্তে রাজশাহী-৫ আসনে মনোনয়ন পান বিএমএ ও স্বাচিপ নেতা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনসুর রহমান।

প্রসঙ্গত, এর আগে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসন থেকে মনোনয়ন না পাওয়ায় আবেগে আপ্লুত হয়ে কেঁদেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এছাড়া আওয়ামী লীগের আরেক নেতা শরীয়তপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলীর ছেলে ডা. খালেদ শওকত আলীকে আওয়ামী লীগের মনোনয়ন না দেয়ায় তার সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here