এফটিসি-২০০০জি যুদ্ধবিমানটিকে এবার আকাশে উড়িয়ে পরীক্ষা করল চীন

0
307

খবর৭১:এফটিসি-২০০০জি’ নামের সর্বাধুনিক এক যুদ্ধবিমান তৈরি করেছে চীন। আধুনিক ও ভয়ঙ্কর এই যুদ্ধবিমানটিকে এবার আকাশে উড়িয়ে পরীক্ষা করল চীন।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সমরাস্ত্র কোম্পানি ‘এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না’ (এভিআইসি) ‘এফটিসি-২০০০জি’ নামের এই বিমানটি তৈরি করেছে। প্লেনটির অপারেশনের এলাকা দুই হাজার ৪০০ কিলোমিটার এবং অভিযানের সময় বিমানটি ১৫ কিলোমিটার উচ্চতায় উঠতে পারবে।

নতুন এ যুদ্ধবিমানটি একই সঙ্গে বহুমুখী ভূমিকা পালনে সক্ষম। তবে মূলত আকাশ থেকে ভূমির লক্ষ্যস্থলগুলোতে আঘাত হানার কাজে ব্যবহৃত হবে এটি।

‘এফটিসি-২০০০জি’ নামের সর্বাধুনিক বিমানটি গুইঝু থেকে ঘন মেঘের মধ্য দিয়ে প্রায় ১০ মিনিট ধরে উড়িয়ে এর সফল পরীক্ষা চালানো হয়েছে। দুই আসনের এই যুদ্ধ বিমানটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১ হাজার ৪৭০ কিলোমিটার। টেকঅফের সময় এটি সর্বোচ্চ ১১ টন ভার বহন করতে পারে। এটি আধুনিক রাডার ও ফায়ার কন্ট্রোল সিস্টেমে সজ্জিত।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here