এফআর টাওয়ার পরিদর্শন বিভিন্ন কমিটির

0
308

খবর ৭১ঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ার পরিদর্শন করেছে ঘটনা তদন্তে গঠিত বিভিন্ন কমিটি।

আজ সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আইইবি এবং বুয়েটের প্রতিনিধি দল ভবনটি পরিদর্শন করে আলামত, তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে।

গত বৃহস্পতিবার ভবনটিতে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ২৬ জনে পৌঁছেছে। ভবনটির কাঠামো ও নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি ছিল বলেও অভিযোগ উঠেছে। সে এলাকায় একসঙ্গে গায়ে গায়ে লেগে এতগুলো ভবন কিভাবে নির্মিত হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে।

মালিকপক্ষের কাছ থেকে পাওয়া নকশার সঙ্গে বাস্তবে ভবনটির কতটুকু সামঞ্জস্য আছে তাই খতিয়ে দেখছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তবে রাজউকের অনুমোদন করা নকশাটি এখনো তাদের হাতে আসেনি।

সকালে দুর্যোগ মন্ত্রণালয়ের কমিটির সদস্যরাও এফআর টাওয়ারে যান। ছিলেন আইইবি, বুয়েট দলের সদস্যরাও। সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভবনটির বিভিন্ন তলা পরিদর্শন করে আইইবির আট সদস্যের প্রতিনিধি দল।

ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে পরবর্তীতে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে সবগুলো কমিটির পক্ষ থেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here