এফআর টাওয়ারে আগুনের ঘটনায় রূপায়ন গ্রুপের চেয়ারম্যানের জামিন

0
369

খবর৭১ঃ

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ওরফে মুকুল (৫৭) জামিন মঞ্জুর করেছেন আদালত

রবিবার আদালতের আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তা মঞ্জুর করেন। শুনানি শেষে ২০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেওয়া হয়।

আসামি পক্ষের আইনজীবী এস কে আবু সাঈদ জামিনের শুনানিতে বলেন, আসামির বয়স ৬০ বছরের বেশি। এছাড়া তিনি অসুস্থ। তাকে জামিন দিলে তিনি পালাবেন না।

গত ২৮ মার্চ বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হয়েছিলেন। সেই ভবনটি নির্মাণ করেছিল রূপায়ন গ্রুপ।

অগ্নিকাণ্ডের ঘটনায় রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান, তাজভীরুল ইসলাম ও জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুককে আসামি করে মামলা করা হয়।

গত ৬ মে ফারুকের জামিন মঞ্জুর করেন আদালত এবং গত ১১ এপ্রিল অপর আসামি ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাজভীরুলকে জামিন দেন মহানগর হাকিম আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here