এটিই মোদির নৃশংস নতুন ভারত: রাহুল গান্ধী

0
206

খবর ৭১ঃভারতে রাজস্থানের আলোয়াড়ে সম্প্রতি রাকবর খান নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছেন কথিত গোরক্ষকরা।

বর্বর ওই হামলায় নিরপরাধ ওই মুসলিম যুবক যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন পুলিশও তাকে সাহায্যে এগিয়ে আসেনি; এমনকি তাকে হাসপাতালে নিয়ে যেতে ঘণ্টার পর ঘণ্টা দেরি করেছে। খবর বিবিসি।

নৃশংস এ ঘটনায় দেশটির বর্তমান পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করে মন্তব্য করেছেন বিরোধী দলের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষুব্ধ রাহুল এ ঘটনায় টুইটারে মন্তব্য করেছেন- ‘এটিই এখন মোদির নৃশংস নতুন ভারত’।

এর পর তাকেও অবশ্য বিজেপি নেতাদের কাছ থেকে পাল্টা শুনতে হয়েছে- কংগ্রেস ‘শকুনের রাজনীতি’ করছে ও ‘ঘৃণার বেসাতি’ করছে।

এভাবে একের পর এক মানুষ পিটিয়ে মারা আর সেই সব ঘটনায় প্রশাসনিক নির্লিপ্ততাকে কেন্দ্র করে দেশের সমাজ ও রাজনীতিতে যে বিরাট তোলপাড় চলছে, তা স্বাধীন ভারতের ইতিহাসে প্রায় নজিরবিহীন।

রাজস্থানের রাজা সিং নামে বিজেপি এক এমপি তো এবার মিডিয়ার ওপর চটেছেন গোরক্ষকদের নৃশংসতার ঘটনা প্রকাশ করায়। নিজের গোশালায় দাঁড়িয়ে শাসক দলের ওই জনপ্রতিনিধি বলেছেন, গরু বাঁচাতে গায়ে কোনো ‘দুর্ঘটনা’ ঘটলে মিডিয়া এমন ভাব করে যেন ভূমিকম্প হয়ে গেছে!

কিন্তু তারা রাকবর খানের মতো নিরপরাধ লোকদের হত্যা কেন হচ্ছে, সেটি কেউ ভেবে দেখে না!

দেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রকাশ্যে এভাবে একটা হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী হতাশ হয়ে বলতে বাধ্য হয়েছেন- মোদির নতুন ‘নৃশংস ভারত’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here