এটর্নিকে হত্যার দায়ে ৮৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড

0
246

খবর৭১:মার্কিন বিচারক ও এক এটর্নিকে হত্যার দায়ে ৮৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার আলাবামা অঙ্গরাজ্যে ওয়াল্টার মুডি নামের ঐ ব্যক্তি বোমা হামলা চালিয়ে এক মার্কিন বিচারক ও এক এটর্নিকে হত্যা করেছিল।

একারনে তাকে দোষী সাব্যস্ত করে আদালত ওই রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ড তথ্য কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭০ এর দশকে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পুনরায় বহাল করার পর থেকে দেশটিতে কোন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে মুডি হচ্ছেন সবচেয়ে বয়স্ক ব্যক্তি। এর আগে ২০০৫ সালে ৭৭ বছর বয়সে জন নিক্সন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আলাবামা গভর্নর কে. আইভির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ১৯৪৯ সালে ফেডারেল বিচারক রবার্ট ভেন্সকে হত্যার দায়ে ওয়াল্টার লিরয় মুডির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আলাবামার এটর্নি জেনারেল স্টিভ মার্শাল এক বিবৃতিতে বলেন, একই বোমা হামলায় জর্জিয়ার এক এটর্নি নিহত হওয়ায় মুডিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here