এখন নির্বাচন হয় না, হয় সিলমারা : এরশাদ

0
408

খবর ৭১: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ‘এখন তো আর নির্বাচন হয় না, হয় সিলমারা নির্বাচন।’ আমরা তো আর সিল মারতে পারি না। তাই সিলমারা বন্ধ করার জন্য শক্তি অর্জন করতে হবে। প্রতিটি ভোট কেন্দ্র সরব থাকতে হবে সিলমারা বন্ধ করার জন্য।

শনিবার বিকালে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, মানুষ পরিবর্তন চায়। এভাবে মানুষ বাঁচতে পারে না। মানুষ আমাকে স্বৈরাচার বলে না। স্বৈরাচার বলেন আপনারা (আওয়ামী লীগ-বিএনপি)।

শিক্ষাব্যবস্থার কথা তুলে ধরে এরশাদ বলেন, শিক্ষাব্যবস্থা নাই, শিক্ষাব্যবস্থা পচে গেছে। একজন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ভালোভাবে নিজের নামও লিখতে পারবে না। তাহলে এই জিপিএ-৫ দিয়ে কি হবে। এরশাদ বলেন, এক সময় পাশ করা কঠিন ছিল। কিন্তু বর্তমান শিক্ষাব্যবস্থায় ফেল করা কঠিন। কেউ যদি ফেল করে তাহলে শিক্ষমন্ত্রীর চাকরি থাকবে না। এমন শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে পারব না। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here