এখনো থামেনি স্বজনদের আহাজারি টাকার জন্যই আজমিরীগঞ্জের যুবককে আফ্রিকায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা

0
244

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ
টাকার জন্যই আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের যুবক নজরুল ইসলাম (৩৫) কে আফ্রিকায় নৃসংশ ভাবে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত নজরুল ওই গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে। এদিকে, মর্মান্তিক এ ঘটনার বেশ কয়েকদিন পার হয়ে গেলেও এখনও থামেনি নিহত নজরুলের স্বজনদের আহাজারি। সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নজরুলের মা মোবাইল ফোনে নজরুলের ছবি দেখে দেখে কান্নায় বুক ভাসাচ্ছেন। কোন মতেই যেন থামছে না তার কান্না। কাদতে কাদতে একাধিক বার মুর্চা যাচ্ছিলেন তিনি। নজরুলের মা ছাড়াও তার দুই অবুঝ শিশু বার বার বাবা বাবা বলে কান্নায় ভেঙ্গে পড়ছে। তাদের কান্নায় যেন এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। জানা যায়, প্রায় ৮ বছর পুর্বে জীবিকার তাগিদে আফ্রিকায় পাড়ি জমায় দুই সন্তানের জনক নজরুল ইসলাম। তিনি আফ্রিকার জোহানেসবার্গ টাউনে কিশোরগঞ্জ সুপার মার্কেটে এন্ড হোলসেল এ দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছিলেন। গত শনিবার সকালে তিনি তার মার্কেটের জিনিস পত্র কেনার জন্য টাকা পয়সা নিয়ে গাড়ি যোগে বাহির হন। পথিমধ্যে ফোর্ডসবার্গ এলাকায় পৌছলে সন্ত্রাসী ডাকাতরা তার গতিরোধ করে গুলি করে হত্যা করে। অপরদিকে, হত্যাকান্ডের পর পরই একটি সিসি টিভির ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে গাড়ি দাড় করিয়ে ভেতরে বসা ছিল নজরুল ইসলাম। নজরুলের গাড়ির পেছনেই ছিল দুর্বৃত্তদের গাড়ি। গাড়িটি থামানোর সাথে সাথেই দুর্বৃত্তরা গাড়ি থেকে নেমে নজরুলের গাড়ির দিকে যায় এবং গাড়ির ভেতরেই নজরুলকে গুলি করে। ফুটেজে আরও দেখা যায়, ওই গুলিটি নজরুলের হাতে লাগে এসময় তাৎক্ষণিক সে গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে দুর্বৃত্তরা আবারো তার গতিরোধ করে ধস্তাধস্তি করে নজরুলকে গাড়ির ভেতর নিয়ে যায় এবং বেশ কয়েকটি গুলি করে। পরে নজরুলসহ গাড়িটি নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। নিহতের স্বজনদের দাবী, অচিরেই যেন নজরুলের লাশ দেশে ফিরে আনার ব্যবস্থা করে সরকার। একই সাথে নজরুলের পরিবারকে যেন আর্থিক।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here