এখনও সময় আছে

0
1547

ড. কামরুল আহসান

সেই যে ফেব্রুয়ারিতে হাত কেটে
লোহিতকনিকার প্রেমপত্র;
তুমি বাবল গাম চিবুতেই থাকলে আর বললে-
ঢং! এ যে মুরগির রক্ত।
বর্ষার প্রথম কদম হাতে গুজে বললাম-
সমুদ্রজোছনা আমি তোমার ভক্ত;
আঙুল উঁচিয়ে দেখালে ড্রইংরুমের বাধানো ছবি-
বিশ্বসেরা সাকিব আর তুমি একসাথে;
চুমুকে মৌ মৌ নেসকাফে কফি- ঠোটে ঝুলন্ত হাসি;
বুঝি কেমনে কে কার অনুরক্ত?
এলো বৈশাখ তোমার পড়ার ঘরে
ঘর্মাক্ত আমি প্রশান্তির খোজে-
মাথার উপর যমুনা ফ্যন টেনে আনে
নাসারন্ধ্রে তোমার শরিরের আতর- উদ- সুগন্ধি,
অহংকারে তোমার চলন্ত পাখাও করে দিলে বন্ধ,
রুপোলি ফিতের মত রমযানের সরু চাঁদ,
আজোয়ান খেজুর সাথে-
রুহ-আফজা তোমার হাতে দিয়ে
বলি ওগো ঈরানি গোলাপ তোমার ভালবাসায় অন্ধ।
তোমার মন তখন রান্না ঘরে
পাছে ইফতারিরর ছোলা যায় গলে;
তেলে পুড়ে বেগুনি-আলুর চপ,
দূর্দান্ত সময়ে চাবুক কষে ছুটছো ত ছুটছই,
অবজ্ঞা আর অবহেলায় ফিরেও দেখনি এই আমায়,
তবুও অপেক্ষায় থাকি, তোমাকে আসতেই হবে-
দিন দশেক পর উকি দিবে শাওয়ালের চাঁদ,
তোমার গোটা দশেক ফুলেল জামার থান কাপড়,
আমার টেবিলে থাকবে ছড়ানো –
চোখে তোমার সে কি আকুতি!
ঘাড়ে ঝুলানো মাপের ফিতা হাতে ঘ্যচাং ঘ্যচাং কাচি-
পাড়ার দর্জি এই আমি কলার উচিয়ে বলবো –
আই এম সরি-বুকড অলরেডি
একেব্বারেই সময় নাই আপনার রঙ দেখার।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here