এক নজরে দেখে নিন কেমন হলো বিপিএলের দলগুলো

0
402

খবর ৭১: বিপিএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল আজ। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের ৬ষ্ঠ আসরের। প্রায় সবগুলো ফ্র্যাঞ্চাইজিই আরও আগে থেকে দল গোছানো শুরু করে দিয়েছে। জাতীয় দলের আইকন ক্রিকেটাররা আগেই চুক্তি শেষ করে ফেলেছেন। অনেক বিদেশী তারকাদেরকেও আগেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আজ প্লেয়ার ড্রাফটসের পর দলগুলোর চেহারা কেমন হলো- সেটা জানার আগ্রহ ক্রিকেটপ্রেমীদের।

এবার তবে এক নজরে দেখে নেওয়া যাক কে কোন দলে গেলেন :

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, নাজমুল ইসলাম অপু, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, বেনি হাওয়েল, ওশেন থমাস, আবুল হাসান, ফারদীন হোসেন, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, রবি বোপারা, রাইলি রুশো, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, শফিউল ইসলাম এবং সোহাগ গাজী।

ঢাকা ডায়নাইমটস: সাকিব আল হাসান, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, রোভমান পাওয়েল, হজরতউল্লাহ জাজাই, নাঈম শেখ, আসিফ হাসান, শাহাদাত হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, অ্যান্ড্রু বার্চ, ইয়ান বেল, রনি তালুকদার, শুভাগত হোম, রুবেল হোসেন এবং নুরুল হাসান।

চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, লুক রনকি, সানজামুল ইসলাম, মোহাম্মদ শেহজাদ, রবি ফ্রাইলিংক, শাদমান ইসলাম, নাজিবুল্লাহ জাদরান, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ক্যামেরন ডেলপোর্ট, দাশুন শানাকা, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন এবং আবু জায়েদ।

সিলেট সিক্সার্স: লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, মেহেদি হাসান রানা, গুলবদীন নাইব, আন্দ্রে ফ্লেচার, অলক কাপালি, জাকির আলী, নাবিল সামাদ, ইবাদাত হোসেন, ফাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, আফীফ হোসেন এবং তাসকিন আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আমিন ইয়ামিন, এভিন লুইস, ওয়াকার সালামখিল, শামসুর রহমান, সানজিত সাহা, মোশাররফ হোসেন, মোহাম্মদ শহীদ, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদি হাসান এবং জিয়াউর রহমান।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রাফেট, ডাভিড মালান, আলী খান, ব্রেন্ডন টেইলর, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, তানভীর ইসলাম, মাহিদুল অঙ্কন, সুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, জহির খান, শেরফান রাদারফোর্ড, তাইজুল ইসলাম, আল আমিন, জহুরুল ইসলাম এবং শরিফুল ইসলাম।

রাজশাহী কিংস: মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার, মোহাম্মদ সামি, সেকুজে প্রসন্ন, রায়ান টেন ডেসকাট, মার্শাল আইয়ুব, কামরুল রাব্বি, ইশুরু উদানা, লরি ইভান্স, আরাফাত সানি, ফজলে রাব্বী এবং মোহাম্মদ আলাউদ্দিন বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here