একান্ত সাক্ষাৎকারে যা বললেন মোস্তাফিজ

0
880

খবর ৭১:

ব্যারিস্টার মোস্তাক : কেমন আছো ?

মোস্তাফিজ : আলহামদুলিল্লাহ, ভালো আছি |

ব্যারিস্টার মোস্তাক: তুমি কি স্টার নাকি সুপার স্টার ? দুনিয়াজুড়ে কিন্তু তোমার নাম ডাক |
মোস্তাফিজ: আমি স্টার না, সুপার স্টার তো অবশ্যই না | আমি একজন ক্রিকেটার, একজন মানুষ | স্টার সুপার স্টার বলে আমাকে অহেতুক দূরে ঠেলে দেবেন না | সুপার স্টার খেলোয়াড় হতে হলে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ধারাবাহিক সফলতা থাকতে হয় | আমি কিন্তু এই তো সেইদিন পেশাদার ক্রিকেট শুরু করলাম, এখনও অনেক কিছু শিখছি প্রতিনিয়ত | আমার কেন জানি মনে হয় আমরা খুব সহজে একজন খেলোয়াড় কে খুব উপরে তুলি, আবার কোনো কিছু না বুঝেই তাঁকে ছুঁড়ে ফেলে দেই – এই দুটোই কিন্তু তাঁর ক্যারিয়ার এর জন্য ক্ষতিকর |

ব্যারিস্টার মোস্তাক: তোমাকে দেখে এবং তোমার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তুমি খুবই সাধারণ এবং সহজ-সরল | আমার প্রশ্ন হচ্ছে সাধারণ এবং সহজ-সরল মানুষই কি জীবনে অনেক বড় হয় নাকি মানুষ বিখ্যাত হবার পরেই সাধারণ হয় ?
মোস্তাফিজ: হা হা হা | আমি জানি না আপনি আমার কোন বিহেভিয়ারে আমাকে সাধারণ এবং সহজ-সরল মনে করেন | তবে আমি কিন্ত এর উল্টাটাও না | অসাধারণ হওয়ার মতো কোনো যোগ্যতা যেহেতু আমার নেই তাই আমি সাধারণ | অসাধারণ হওয়ার কোনো চেষ্টাও কখনো করিনি | শুধুমাত্র নিজের কর্তব্য পালন করি | বাকিটা আপনাদের দোয়া এবং আল্লাহতায়ালার ইচ্ছা | মানুষ সহজ সরল হলে বড় হয় নাকি বড় হলে সহজ সরল হয় ? আমার মনে হয় দুটোই সত্যি | এটা পারসন টু পারসন ভেরি করে | তবে আমার মনে হয় আপনি যদি নেগেটিভ অর্থে চালাক হোন তাহলে জীবনে খুব একটা উপরে উঠা আপনার জন্য সম্ভব নাও হতে পারে, একটা পর্যায়ে গিয়ে অবশ্যই আটকে যাবেন | আবার মানুষ যখন বড় হয়ে যায় তখন আলটিমেটলি তাঁর কিছু সুযোগ সুবিধাও বেড়ে যায়, ফলে সহজ সরল হওয়া তাঁর জন্য ইজি হয়ে যায় | আজ থেকে ১০ বছর আগে দৈনন্দিন জীবনে আমাকে যে প্রবলেম গুলো ফেস করতে হতো এখন কিন্তু সেগুলো করতে হয়না, সরলতা আমার জন্য এখন ইজি | সুতরাং, আমার মনে হয় বড় হয়েই মানুষ বেশি সহজ হয় | এটা আমার ব্যক্তিগত মত, এর বিপরীতও হতে পারে |

ব্যারিস্টার মোস্তাক: একসময় প্রায় সব শিশুই বলতো বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ-ব্যারিস্টার হবো | দিন কিন্তু বদলে গেছে, এখন অনেক বাবা মা ও বলেন – আমার ছেলে কে ক্রিকেটার বানাবো | ছোটবেলাতে তোমার কী ইচ্ছা ছিলো ?
মোস্তাফিজ: প্রত্যেক বাবা মা চান তাঁদের সন্তানেরা ভবিষ্যতে এমন পেশার সংগে যুক্ত হোক যেখানে সম্মান এবং অর্থনৈতিক নিশ্চয়তা দুটোই আছে | একারণেই হয়তো বেশিরভাগ বাবা মা চান তাঁদের সন্তানেরা সুপ্রতিষ্ঠিত কিছু পেশার সঙ্গে যুক্ত হোক | অন্য পেশার পাশাপাশি এখন ক্রিকেটও সম্মানজনক পেশা | তারপরও যেসব বাবা মা তাঁদের সন্তানকে ক্রিকেটার বানাতে চান তাঁদের একটু কেয়ারফুল হতে হবে, কারণ ইচ্ছা এবং পরিশ্রম থাকলে জজ বা ব্যারিস্টার হওয়া যায় কিন্ত শুধু ইচ্ছা বা পরিশ্রম থাকলেই নামকরা ক্রিকেটার নাও হতে পারেন | প্রতিবছর কতগুলা ডাক্তার বা ইঞ্জিনিয়ার এর পোস্ট খালি হচ্ছে আর কতগুলো প্রফেশনাল ক্রিকেটারের পদ খালি হচ্ছে ? সুযোগটাও কিন্তু সীমিত | সাথে ভাগ্যেরও ব্যাপার আছে, আপনার মেধা থাকার পরও কিন্তু আপনি সুযোগ নাও পেতে পারেন |

ব্যারিস্টার মোস্তাক: তুমি জীবনের দুই দিকই দেখেছো | গ্রামে জন্ম, খাল-বিল দেখে বড় হয়েছো কিন্তু এখন তুমি ইন্টারন্যাশনাল স্টার, বড় বড় মানুষের সঙ্গে এখন তোমার উঠাবসা | কী মনে হয় ?
মোস্তাফিজ: আমি তাহলে অবশ্যই ভাগ্যবান | যেহেতু জীবনের দুইদিকেই দেখলাম তাই জীবনটা আমার জন্য এখন অনেক সহজ, যেকোনো পরিস্থিতি মেনে নেওয়া আমার জন্য কষ্টকর নয় | এদিক ওদিক যাই দেখলাম আমার মনে হয় ছোট বড়ো সবার জীবনের গোড়ার কথা একই | দিনমজুর দিনে তিনবার খায়, রাত্রে ঘুমায় আবার হাজার কোটি টাকার মালিকও দিনে তিনবার খায় | শুধু ধরণটা একটু আলাদা এই যা পার্থক্য | গরিব খাচ্ছে ভাত আর বড়োলোক খাচ্ছে রাইচ ! শুধু দৃষ্টি ভঙ্গি আলাদা |

ব্যারিস্টার মোস্তাক: বাংলাদেশের নামকরা প্রায় সব ক্রিকেটার গ্রাম থেকে ক্রিকেটার হয়ে তারপর ঢাকা আসে | গ্রামে কিন্তু তেমন কোনো সুযোগ সুবিধাও নেই | তাহলে যাঁরা বড় বড়ো ক্রিকেটার তাঁরা কি ক্রিকেটার হয়েই জন্মায় ?
মোস্তাফিজ: আমি ভাগ্যে বিশ্বাসী, মানুষ জন্মগত ভাবে বুদ্ধিমত্তা নিয়ে জন্মায় এটাতেও বিশ্বাসী | তাই বলে কেউ প্রচন্ড বুদ্ধিমত্তা নিয়ে জন্মালেই যে সে জীবনে সফল হবে তা কিন্তু না | প্রাইমারি স্কুলের ফার্স্ট বয় পরবর্তীতে এসএসসি পরীক্ষায় গিয়ে ফেল করেছে এরকম উদাহরণ কিন্ত অনেক আছে | গ্রামের ছেলেরা ক্রিকেটে ভালো করে কিনা আমার জানা নেই তবে গ্রামের ছেলেরা যেহেতু নিজের মতো করে বড় হওয়ার সুযোগ পায় তাই বোধ হয় তাদের ভিতরের গুণাবলীটাও সহজে বের হয়ে আসে |

ব্যারিস্টার মোস্তাক: তুমি ফাস্ট বলার | যখন কোনো উইকেট নেও অথবা ম্যাচ উইন করো তখন কি বিশেষ কিছু মনে হয় তোমার কিংবা বিশেষ কাউকে মনে পড়ে ?
মোস্তাফিজ: আমার দেশের কথা মনে পরে, বাংলাদেশের পতাকার কথা মনে পরে | আমার মা বাবার কথা মনে পরে | আমার ভক্তদের কথা মনে পরে | আমার সকল বিজয় আমি দেশের জন্য উৎসর্গ করি |

ব্যারিস্টার মোস্তাক: অনেক শিশু-কিশোর ক্রিকেটার হতে চায়, মোস্তাফিজ হওয়া তাদের কাছে স্বপ্নের মতো | যারা মোস্তাফিজ হওয়ার স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলো |
মোস্তাফিজ: ক্রিকেটার হতে চাও ভালো কিন্ত মোস্তাফিজের মত হতে হবে কেনো ? মোস্তাফিজের চেয়ে ভালো ক্রিকেটার বাংলাদেশে অনেক আছে | সবচেয়ে বড়ো কথা সর্বপ্রথম একজন ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখো | জীবনটা অনেক বড়ো সুতরাং জীবনে বড়ো হওয়ার মতো অনেক ক্ষেত্র আছে |

ব্যারিস্টার মোস্তাক: তুমি অনেক ব্যস্ত, তারপরও আলাপচারিতায় সময় দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি |
মোস্তাফিজ: আপনাকেও ধন্যবাদ |
(বিশেষ কৃতজ্ঞতা: মোঃ ফারুক হোসেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here