একাদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে আট দলীয় বাম গণতান্ত্রিক জোট

0
417

খবর৭১:ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশের মধ্যে দিয়ে আসন্ন একাদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে আট দলীয় বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।

আজ মঙ্গলবার বাম জোটের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নির্বাচনী প্রচারণা শুরু করে। নির্বাচনী প্রচারণা শুরুর সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগ বিএনপির বিকল্প নয়। বিএনপিও আওয়ামী লীগের বিকল্প নয়। ৯৯ শতাংশ জনগণের স্বার্থ রক্ষায় প্রকৃত বিকল্প হচ্ছে বামজোট।

তারা আরো বলেন, নীতি-নিষ্ঠার অবস্থান থেকে লুটেরা শাসনের অবসান ঘটাতে এবার নির্বাচনে অংশ নিয়েছেন বামজোটের প্রার্থীরা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মো. শাহ আলম, কমিউনিস্ট পার্টির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here