একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

0
638

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ সোমবার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন।
আসন অনুযায়ী প্রার্থীরা হলেন, হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) : ৬ জন। তন্মধ্যে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (আওয়ামীলীগ) – নৌকা, ড. রেজা কিবরিয়া (ঐক্যফ্রন্ট/গণফোরাম) – ধানের শীষ, মোহাম্মদ আতিকুর রহমান (জাতীয় পার্টি) – লাঙ্গল, চৌধুরী ফয়সল শোয়েব (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ) – মই, মোঃ নুরুল হক (কৃষক শ্রমিক জনতা লীগ) – গামছা, জুবায়ের আহমেদ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) – মোমবাতি।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) : ৭ জন। তন্মধ্যে আব্দুল মজিদ খান (আওয়ামীলীগ) – নৌকা, শংকর পাল (জাতীয় পার্টি) – লাঙ্গল, মাওলানা আব্দুল বাছিত আজাদ (ঐক্যফ্রন্ট) – ধানের শীষ, আফছার আহমদ (স্বতন্ত্র) –সিংহ, আবুল জামাল মসউদ হাসান (ইসলামী আন্দোলন বাংলাদেশ)- হাতপাখা, এডভোকেট মনমোহন দেবনাথ (কৃষক শ্রমিক জনতা লীগ)- গামছা, পরেশ চন্দ্র দাস (ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি) – আম।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) : ৫ জন। তন্মধ্যে মোঃ আবু জাহির (আওয়ামীলীগ) – নৌকা, আলহাজ্ব মোঃ জি কে গউছ (বিএনপি) -ধানের শীষ, মোহাম্মদ আতিকুর রহমান (জাতীয় পার্টি) – লাঙ্গল, পীযুষ চক্রবর্তী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি)-কাস্তে, মুহিব উদ্দিন আহমদ সোহেল (ইসলামী আন্দোলন বাংলাদেশ)-হাতপাখা।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) : ৫ জন। তন্মধ্যে মোঃ মাহবুব আলী (আওয়ামীলীগ) -নৌকা, আহমদ আব্দুল কাদের (ঐক্যফ্রন্ট/খেলাফত মজলিশ) – ধানের শীষ, শেখ মোঃ সামসুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) –হাতপাখা, মৌলানা ছোলাইমান খান রাব্বানী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)- মোমবাতি, মোঃ আনছারুল হক (জাকের পার্টি) – গোলাপ ফুল।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here