একনেকে ৭ প্রকল্পের জন্য ১৮ হাজার কোটি টাকা অনুমোদন

0
607

খবর৭১ঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

তিনি জানান, সভায় ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৮ হাজার ১৯১ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে ৬ হাজার ৬২২ কোটি ৪৩ লাখ টাকা সরকারি অর্থায়নে করা ব্যয় করা হবে। আর প্রকল্প সাহায্য ১১ হাজার ৫৬৮ কোটি ৯৫ কোটি টাকা।

এ সময় সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলামসহ পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here