একই দিনে দুই মায়ের ৭ সন্তান প্রসব

0
371

খবর ৭১ঃরাজধানীর মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে ৭ সন্তান প্রসব করলেন দুই মা। সোমবার ওই হাসপাতালে ছয় ঘণ্টার ব্যবধানে এ সাত নবজাতকের জন্ম হয়। যাদের মধ্যে চারজন ছেলে ও তিনজন মেয়েশিশু।

সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া চারজনের অবস্থা ভালো থাকলেও, স্বাভাবিকভাবে জন্ম নেয়া তিন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। ওই তিন নবজাতকের প্রত্যেকের ওজন এক কেজির কম। তিনজনকেই বর্তমানে এনআইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার বিকালে হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার সুব্রত মণ্ডল জানান, সোমবার রাত ১২টার দিকে গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে প্রসূতি মা সনিয়া আক্তারের গর্ভ থেকে চারটি ও সোমবার বিকালে অধ্যাপক ডা. রুমানা শেখের তত্ত্বাবধানে সুইটি খাতুনের গর্ভ থেকে অপর তিন নবজাতক জন্ম হয়। দুই প্রসূতি মা বর্তমানে পোস্ট অপারেটিভে রয়েছেন।

হাসপাতালের গাইনি বিভাগ থেকে জানা গেছে, সনিয়া আক্তারের ৪ জন সন্তানের মধ্যে ছেলে শিশু ৩ জন ও কন্যাশিশু ১ জন। সুইটি খাতুনের গর্ভের ৩ জন নবজাতকের মধ্যে কন্যাশিশু দুজন ও ছেলে শিশু ১ জন। সনিয়া আক্তারের ৪ সন্তানের মধ্যে প্রথম নবজাতকের রক্তশূন্যতা দেখা দিলে তাকে রক্ত দেয়া হয়। ওই চার সন্তান বর্তমানে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তারের অধীনে এনাআইসিইউ চিকিৎসাধীন আছেন।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here