এই প্রথম মাত্র একশ টাকায় পুলিশে চাকুরি, নবাগত পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নড়াইল বাসী

0
295

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের নবাগত পুলিশ সুপার জসিম উদ্দিন (পি.পি.এম) একশত টাকার বিনিময় পুলিশ কনস্টেবল পদে ৪৭জনের চাকুরির জন্য চূড়ান্ত বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। পুলিশ লাইনে হল রুমে সরাসরি এ ঘোষণা দেন পুলিশ সুপার জসিম উদ্দিন বিপিএম। পুলিশ সূত্রে জানাগেছে, নড়াইলে এই প্রথম কোন তদবির ছাড়া একশত টাকার বিনিময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে ৪৭জনকে নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি নড়াইলের নবাগত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন জসিম (পি.পি.এম) নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, সম্পূর্ণ মেধা যাচাই, স্বচ্ছতা ও কোন তদবির ছাড়াই এ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়ার বাছাইয়ের কাজ করেছি। আমি কোন তদবির শুনি নাই। উল্লেখ্য, এ নিয়োগে নড়াইল জেলার ৩টি উপজেলার মোট ১৩৮২ জন অংশ নেয়। তারমধ্যে ৫৬৯ জন লিখিত পরীক্ষায় অংশ নেয় এবং ২২৪ জন লিখিত পরীক্ষায় উর্ত্তিণ হয়। এর মধ্যে মৌখিক পরীক্ষায় বিভিন্ন কোটায় মোট ৪৭জনকে চুড়ান্তভাবে বাছাই করা করা এবং অপেক্ষামান হিসেবে ৪জনকে রাখা হয়। শুক্রবার (৯ মার্চ) বিকাল ৫টায় পুলিশ লাইনে হল রুমে সরাসরি এ ঘোষণা দেন পুলিশ সুপার জসিম উদ্দিন(পি.পি.এম)। ৪৭ জনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১৩ জন, পুলিশ পোষ্য ৪জন, নারী ৪জন এবং সাধারণ পুরুষ ২৬জন। এসময় আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীদের নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তর পত্রিকার নড়াইল প্রতিনিধি মো.শাহীদুল ইসলাম শাহী, নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী, শাহজাহান সাজু লোহাগড়া,আকতার মোল্যা, (বাগডাংগা) দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, নড়াইল প্রতিদিনের কন্ঠের বুলু দাস, তুহিনসহ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্য বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here