এইডস ছড়ানোর অভিযোগে পাকিস্তানে চিকিৎসক গ্রেপ্তার

0
291

খবর৭১ঃ ৯০ জন রোগীর শরীরে এইডসের জীবাণু ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের এক চিকিৎসক। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সরকারি হাসপাতালের চিকিৎসক মুজাফফর ঘাংরো নিজেও এইচআইভি সংক্রমিত। – খবর ডয়চে ভেলে বাংলা

এইচআইভি দূষিত সিরিঞ্জ ব্যবহার করে এই জীবাণু ছড়ানো হয়। সংক্রমিত মানুষদের মধ্যে ৬৫ জনই শিশু৷

লারকানার পুলিশ প্রধান কামরান নওয়াজ বলেন, “স্বাস্থ্য বিভাগ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছি। আমাদের বলা হয়েছে তারও এইচআইভি রয়েছে।” লারকানার স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল রেহমান বলেছেন, “পরীক্ষায় ৯০ জন এইচআইভি পজিটিভ হয়েছে। তার মধ্যে ৬৫জন শিশু”।

অভিযোগ অস্বীকার করে চিকিৎসক মুজাফফর ঘাংরো বলছেন, এটা তার বিরুদ্ধে সিন্ধু স্বাস্থ্য কমিশনের ‘ষড়যন্ত্র’। নিজের এইচআইভি সংক্রমণ সম্পর্কে অবগত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here