এইচ.এস.সি পরীক্ষায় হবিগঞ্জ জেলায় জহুর চান বিবি মহিলা কলেজের পাসের হার সর্বোচ্চ

0
618

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি ঃ ২০১৮ সালের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অবস্থিত জহুর চান বিবি মহিলা কলেজটি ২০০৯ সালে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির প্রতিষ্টা করেন। বরাবরই এই কলেজ প্রতিষ্টার পর থেকেই ভালো ফলাফল করে আসছে। হবিগঞ্জের দক্ষিনা লে নারী শিক্ষার স্বতন্ত্র প্রতিষ্টান হিসেবে নান্দনিক পরিবেশে এই প্রতিষ্টানটি তার স্বতন্ত্র বজায় রেখেছে। ২০১৮ সালের এইচ.এস.সি পরীক্ষায় এই কলেজ থেকে মোট ১৭২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাস করে ১৫৪ জন। পাসের হার ৮৯.৫৩% । এই প্রতিষ্টানটি হবিগঞ্জ জেলায় ২০১৮ সালের ফলাফলে সর্বোচ্চ পাসের হার এর সম্মান অর্জন করে। প্রতিষ্টানের এই ফলাফলের জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি হবিগঞ্জ -৩ আসনের মাননীয় সাংসদ, আলহাজ্ব এড. মোঃ আবু জাহির মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে কলেজ প্রতিষ্টাতা , গভার্ণিং বডির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনগুলোতে সকলের সহযোগীতা চেয়ে প্রতিষ্টানটি কে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here