উলিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

0
261

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি ও নারী সংগঠনের সহযোগীতায় রবিবার(৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর থেকে বর্ণ্যাঢ্য একটি র‍্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন এর সঞ্চালচনায় বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার মোঃ শাহাদত হোসেন,উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের সমন্বয়কারী মোঃ লুৎফর রহমান,উলিপুর থানার এ এস আই মোঃ ফিদা হাসান,নারী সংগঠনের সভাপতি ছবি বেগম প্রমুখ।

পরে তিনজন নারী জয়িতার মাঝে চাদর,সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here