উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় ১৭ প্রার্থী কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়

0
358

কাজী শাহ্ আলম
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃআসন্ন উপজেলা পরিষদ নির্বাচন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিরোধী কোন দলের প্রার্থী অংশ না নিলেও আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছে, একই দলের একাধিক বিদ্রোহী সতন্ত্র প্রার্থী। আগামী ১০ই মার্চ অনুষ্ঠিত হবে এ উপজেলার নির্বাচন। তিন পদে ১৭ জন প্রাথী কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। প্রতিক পেয়েই সকলেই কোমর বেধে প্রচার প্রচারোনায় মাঠে নেমেছে।
এ উপজেলায় অন্য কোন দলের প্রার্থী অংশ গ্রহন না করায় আওয়ামীলীগেরই ৬ প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে দলীয় মনোনিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু (নৌকা), অপর ৫ জনই বিদ্রোহী প্রার্থী তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দলের উপজেলা সভাপতি বদিউজ্জামান ভেলু (মটরসাইকেল), জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও আলিমুদ্দিন সরকারী কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান (দোয়াত কলম),উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন রন্টু (আনারস), ছাত্র লীগের সাবেক সভাপতি মশিউর রহমান মামুন (ঘোঁড়া), অপরজন সদ্য আওয়ামীলীগে যোগদানকারী জাতীয়পাটির কেন্দ্রিয় সদস্য আলহাজ্ব এম জি মোস্তফা দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে দাখিল কৃত মনোনয়ন পত্র প্রতাহার করেন।
ভাইস চেয়ারম্যান পদে ৪ মহিলাসহ মোট ১২ প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে একজন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি থেকে পদ ত্যাগ করে, সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন মাকতুফা ওয়াসিম বেলি (হাঁস মার্কা)। অপর ১১ জনই আওয়ামীগের উপজেলা শাখার বিভিন্ন পদে আছেন। তারা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তি রানী সরকার (পদœ ফুল) জেসমিন নাহার (ফুটবল), শারমিন আক্তার সাথী (কলস)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীগের যুগ্ন সম্পাদক দিলিপ কুমার সিংহ (টিয়াপাখি), কৃষক লীগ সভাপতি আলাউদ্দিন মিয়া (মাইক), মটর শ্রমিক লীগ সভাপতি মোজাম্মেল হক ভুট্টু (উড় জাহায),আনোয়ার হোসেন মিরু (বই), সাবেক ভাইস চেয়ারম্যান কে এম আমজাত হোসেন তাজু (টিউবয়েল),ফরিদুল ইসলাম শৈবাল (তালাচাবি),মোস্তাফিজার রহমান মঞ্জু (চশমা)। প্রার্থীগন প্রতিক বরাদ্দ পেয়ে সকলেই কোমর বেধে মাঠে নেমে পড়েছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। প্রার্থীগন সকলেই পৃথক পৃথক ভাবে মটর সাইকেল শো ডাউন,মিছিল,মিটিং উঠান বৈঠক,গন সংযোগ চালিয়ে বিভিন্ন প্রতিশ্রতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here