উপকূলে আছড়ে পড়তে চলেছে ‘মাইকেল’

0
289

খবর৭১ঃযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মাইকেল। স্থানীয় আবহাওয়া দপ্তরের আশঙ্কা বুধবার দিনশেষে এটি আঘাত হানতে পারে। এ অবস্থায় তিন লাখ ৭০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে এই ঘূর্ণিঝড়ে মধ্য আমেরিকার দেশগুলোতে নিহত হয়েছে কমপক্ষে ১৩ জন।

এরপর মঙ্গলবার থেকেই এটি ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে।

৩ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মেক্সিকো উপসাগরের পাশে ফ্লোরিডায় ঘণ্টায় প্রায় ১২৫ মাইল বেগে বাতাস বইছে। ধারণা করা হচ্ছে, দুপুরের দিকে এটি আরও শক্তিশালী হয়ে উপকূলে আঘাত হানতে পারে। এতে উপদ্রুত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট সতর্ক করে বলেছেন, গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র বাতাস বইতে পারে। এর সঙ্গে যুক্ত হবে ভারী বৃষ্টি। ঘূর্ণিঝড়ের আঘাতে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের আশঙ্কা, ফ্লোরিডার উপকূলে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি ৩ থেকে ক্যাটাগরি ৪-এ রূপ নিতে পারে।

সূত্র: বিবিসি
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here