উন্মুক্ত নয়, দলীয় প্রতীকেই হবে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার নির্বাচন

0
288

এম শিমুল খান, গোপালগঞ্জ : উন্মুক্ত নয়, দলীয় প্রতীকেই হবে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার নির্বাচন। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সারাদেশে যেহেতু দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে সেহেতু গোপালগঞ্জেও দলীয় প্রতীকে নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে ফিরলে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আগামী ২২ ফেব্রুয়ারি দলীয় প্রার্থীদের নাম জানা যাবে।
প্রসঙ্গত, বর্তমান তফসিলে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার নির্বাচন স্থগিত করে তৃতীয় ধাপে অন্তভুক্ত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ফলে দ্বিতীয় ধাপে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে না।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে। গত রবিবার গোপালগঞ্জের ৫ উপজেলা বাদে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ১২২ জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেও জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনের পর গোপালগঞ্জ জেলার ৫ উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here