উদ্ধার হয়নি মোটর সাইকেল চুলকাঠি মোটর সাইকেল চুরির হওয়ার ৫ দিন পর ৪ চোর আটক

0
662

বাগেরহাটপ্রতিনিধি:
বাগেরহাটের চুলকাঠি এলাকা থেকে মোটর সাইকেল চুরির ৫ দিন পর চুরির সাথে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ । তবে মোটর সাইকেলটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ ।
সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত আবু তালেব বিশ্বাসের ছেলে এবং চুলকাঠি বাজারের ডিশ ব্যবসায়ী আইনুল বিশ্বাস । গত ১৩সেপ্টেম্ব বৃহস্পতিবার রাতে তার ব্যবহৃত ( বাগেরহাট-ল-১১-১৮৯৩) সুজোকি জিকচার ১৫৫ সিসি সাদা ও নীল রংয়ের মোটর সাইকেল সংঘবদ্ধ চোরেরা ঘরের গ্রিল কেটে চুরি করে। এ ঘটনায় পরদিন বাগেরহাট সদর থানায় আইনুল বিশ্বাস বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করে। মামলার সূত্র চুলকাঠি তদন্তকেন্দ্রের ইনচার্জ অসিত কুমার রায় এ ঘটনার সাথে জড়িত ৪ জনকে ভট্টবালিয়াঘাটা এলাকা থেকে গভীর রাতে আটক করে। আটককৃতরা হলো রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের কেরামত শেখের পূত্র নাজমুল শেখ (২৭), মংলা উপজেলার সিগনাল ট্ওায়াল গ্রামের শহীদ মোল্লার ছেলে ইউনুচ মোল্লা (২৫), বরিশালের পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা গ্রামের বাবুল শিকদারের ছেলে আলামিন শিকদার ও মোড়েলগঞ্জের গোয়াতলা গ্রামের জহুরুলের ছেলে হাচান (২২)। এ সময় পুলিশ তাদের কাছ থেকে চুরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করে। পুলিশ ইনস্পেক্টর অসিত কুমার রায় জানান, তারা আইনুল বিশ্বাসের মোটর সাইকেল চুরির কথা স্বীকার করেছে এবং উক্ত মোটর সাইকেলখানা তারা অন্যত্রে বিক্রি করে দিয়েছে। চোরাই মোটর সাইকেলখানা উদ্ধার করতে পুলিশ তৎপরতার সাথে কাজ করে চলছে বলে তিনি জানান। পরে আইনুল বিশ্বাস বাদী হয়ে থানায় ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here