উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে প্রস্তুত কিম

0
586

খবর ৭১ঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তিনি স্বেচ্ছায় পরমাণু অস্ত্র ত্যাগ করতে প্রস্তুত আছেন। এতে ব্যর্থ হলে তিনি আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিয়েতনামে আর কোনো বৈঠক করবেন না।
বৃহস্পতিবার হ্যানয়ে বিদেশি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন কিম।

ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে বৈঠক শুরু হয়েছে। দু দিনের আলোচনার শেষ দিনে তাদের কয়েক দফা বৈঠক করার কথা রয়েছে। বৈঠক শেষে বিকেলে দুই নেতা একটি যৌথ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার বৈঠকের ফাঁকে এক যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন কিম ও ট্রাম্প। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিম বলেন, তিনি উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত করবেন। এজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আর নিজের দেয়া এই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে ট্রাম্পের সঙ্গে ভবিষ্যতে আর কোনো বৈঠক করবেন না কিম।

কিমের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আপনাদের প্রশ্নের এটাই সবচেয়ে সেরা উত্তর।’

এরপর তিনি কিমের সঙ্গে ফের বৈঠকে করার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘আপনারা আমাদের কথা বলার সুযোগ দেন। এখন এক একটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ।’

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here