উত্তরায় তাবলিগ জামাতের বিক্ষোভ, তীব্র যানজট

0
573

খবর ৭১ঃ রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা।
এতে সড়কের উভয়পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার পর বিক্ষোভ শুরু করেন তারা।
গত শনিবার তাবলিগ জামাতের দু’পক্ষের হামলায় এক মুসল্লি নিহত হওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন জুবায়ের সমর্থকরা।
বেলা ১১টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুবায়ের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন।
এ সময় তারা তাবলিগ জামাতের আরেক পক্ষ সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ওই দিনের হামলা ও এক মুসল্লির মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন তারা।
এদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
প্রসঙ্গত, গত শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
এ ঘটনায় ইসমাইল মণ্ডল (৭০) নামে এক মুসল্লি নিহত হন। রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরেও উভয়পক্ষে সংঘর্ষ হয়।
এ ছাড়া বিমানবন্দর গোলচত্বরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনায় দুই শতাধিক মুসল্লি আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here