উত্তরায় জেএমবির চার সদস্য গ্রেফতার

0
268

খবর৭১ঃ রাজধানীতে উত্তরার আব্দুল্লাহপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিসিটিসি)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুটি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মহিবুল ইসলাম (২২), মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহমেদ (২৭) ও দেলোয়ার হোসেন (৩৭)।

ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রবিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উত্তরার পশ্চিম থানার আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া চার আসামি নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য। তারা জেএমবির ‘আদর্শ’ প্রচার করে আসছিল। তারা ধ্বংসাত্মক কার্যকলাপ করার উদ্দেশে বোমা তৈরির সরঞ্জাম নিজেদের হেফাজতে রাখে।

এছাড়াও গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৩ আগস্ট) ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here