উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া হত্যায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

0
709
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া হত্যায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার।

খবর৭১ঃ

রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এই মামলার একমাত্র আসামি ওবায়দুল হকের ফাঁসির রায় দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদাল বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

গত ১১ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে একই আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। ২০১৬ সালের ২৪ আগস্ট দুপুরে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে রক্তাক্ত অবস্থায় রিশাকে উদ্ধার করা হয়।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া হত্যায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী সুরাইয়া আক্তার ওরফে রিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি ওবায়দুল খান। ছিবঃ সংগৃহীত।

স্কুলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন ২৮ আগস্ট সকালে রিশার মৃত্যু হয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রিশাকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তি দেন একমাত্র আসামি ওবায়দুল হক। তিনি রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিংমলের বৈশাখী টেইলাসের কর্মচারী ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল বলেছিলেন, চাঞ্চল্যকর এ মামলায় যে সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে, তাতে আসামির সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here