‘উইমেন অব কারেজ’ সম্মাননা পেলেন রোহিঙ্গা আইনজীবী রাজিয়া

0
264

খবর৭১ঃযুক্তরাষ্ট্রের ‘উইমেন অব কারেজ’ সম্মাননা পেলেন রোহিঙ্গা আইনজীবী রাজিয়া।

বিশ্বের বিভিন্ন দেশের ১০ নারীকে ‘উইমেন অব কারেজ’ সম্মাননা দেয়া হয়েছে।

এ ১০ নারীর মধ্যে অন্যতম রোহিঙ্গা আইনজীবী।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে আয়োজিত ‘ত্রয়োদশ বার্ষিক ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ অনুষ্ঠানে আইনজীবী রাজিয়ার হাতে এ সম্মাননা তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও।

সম্মাননা নেয়ার পর রাজিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে একটি সমাবেশে অংশ নেন।

এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের মত নেতা থাকলে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের কেউ বিতাড়িত করতে পারত না। বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্বের কারণেই বাঙালিরা আজ স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছেন।

আইনজীবী রাজিয়া সুলতানার জন্ম ১৯৭৩ সালে মিয়ানমারের মংডুতে এক রোহিঙ্গা পরিবারে হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রাজিয়াকে বাংলাদেশের নাগরিক হিসেবে উল্লেখ করেছে।

রাজিয়া সুলতানা ২০১৪ সাল থেকে রোহিঙ্গা শিশু, নারী ও বালিকাদের নিয়ে কাজ করছেন।

নির্যাতিতা নারীদের পুনর্বাসন এবং মানসিক নির্ভরতা দেওয়ার জন্য তিনি সক্রিয় রয়েছেন।

মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত নারীদের বর্ণনা নিয়ে রাজিয়া ‘উইটনেস টু হরর’ এবং ‘রেপ বাই কমান্ড’ নামে দুটি বই লিখেছেন তিনি।

নারীশিক্ষার উন্নয়ন বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন রাজিয়া। ‘ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন’ নামের একটি সংগঠনের সমন্বয়কারীও তিনি।

এবারের দশজনসহ ‘উইমেন অব কারেজ’ সম্মাননা পেলেন ৬৫ দেশের ১২০ নারী।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here