ঈশ্বরগঞ্জে পানিবন্দি মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

0
657

ফারুক ইফতেখার সুমন ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বন্যায় কবলিত এলাকা উচাখিলার মরিচারচর নতুনচর গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পানিবান্দি মানুষের মাঝে নৌকা নিয়ে বাড়িবাড়ি ঘুরে শুকনো খাবার, স্যালাইন এবং নগদ অর্থ বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
গত ৮দিন থেকে ঈশ^রগঞ্জের উচাখিলা ইউনিয়নের মরিচারচর নতুনচর এলাকায় ব্রহ্মপুত্রের পানি বাড়তে শুরু করে। গ্রামের ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে খাদ্য ও সুপেয় পানির সংকটে ভুগছে। টিওবয়েল ও সৌচাগার তলিয়ে যাওয়ায় এলাকায় গত মঙ্গলবার থেকে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। শনিবার ঈশ^রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু এলাকাটিতে ত্রাণ নিয়ে যান। গ্রামের পাঁচশটি পরিবারকে স্যালাইন, চিড়া, মুড়ি, চাল, ডাল, তেলসহ বিভিন্ন উপকরণ এবং আর্থিক সহযোগীতা করেন। এসময় উপস্থিত ছিলেন উজেলা বিএনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, আহসান পারভেস, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন খুররম, নূরুন্নবী, সাধারণ সম্পাদক নূরে আলম জিকো, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ, উচাখিলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাহান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তারেক ইবনে মুজিব, সহ সভাপতি আরমান শরীফ, সাধারন সম্পাদক শাহীন ফরিদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জায়েদুল হক স্বপন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ হাসান, ছাত্রদল নেতা রনি, ফরহাদ, ফয়সাল সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। খবর ৭১/ ই;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here