ঈশ্বরগঞ্জে ঐক্যফ্রণ্টের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

0
324

ঈশ^রগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঐক্যফ্রণ্টের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও নেতা কর্মীদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজার গো-হাটায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।
আঠারবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম জানান, স্থানীয় যুবলীগ নেতা মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্রাদি নিয়ে তাদের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এসময় কার্যালয়ে থাকা আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। তখন ওই কার্যালয়ের ভেতরে অবস্থানরত নেতা কর্মীদের বেধরক মারধর করে তারা। এ ঘটনায় আঠারবাড়ি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক জিয়াউল হক, যুবদল নেতা বকুল, কৃষক দল নেতা মমতাজ উদ্দিন ভূইয়া গুরুতর আহত সহ ৭/৮ জন আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বলেন, নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধর করার পরও আমরা শনিবার পাশের সোহাগী ইউনিয়নে নির্বাচনী প্রচরণা চালিয়েছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজারো মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। জনতার শক্তিই আমাদের ভরসা। হামলাকারী দুর্বত্তরা আমাদের ভীত করতে পারবে না। আরেক প্রশ্নের উত্তরে লুৎফুল্লাহেল মাজেদ আরো বলেন, এলাকায় বলাবলি হচ্ছে নির্বাচনের আগে বিএনপির সক্রিয় কিছু নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হবে। তারপরও নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা ৩০ ডিসেম্বর ভোট শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here