ঈশ্বরগঞ্জে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা

0
703

খবর৭১,ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায় গুলোতে গণসংযোগ করে যাচ্ছে উপজেলা বিএনপি নেতাকর্মীরা। ফলে ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা আবারো উজ্জীবিত হয়ে উঠেছে।দলীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলায় ২০০৮ সনের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে শাহ্ নূরুল কবীর শাহীন আ’লীগ মনোনীত আব্দুছ ছাত্তারের কাছে বিপুল ভোট পরাজিত হয়। পরাজিত হওয়ায় এই উপজেলায় বিএনপির নেতৃত্বে অভাব দেখা দেয়। দলের নেতাকর্মীদের কেউ কোন খোঁজ খবর না নেওয়ায় হাল ছেড়ে দেয় উপজেলা বিএনপি। নেতা শূণ্য হয়ে যাওয়ার পর ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু উপজেলা বিএনপির হাল ধরেন। সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন তিনি। পাশাপাশি সম্মেলনের মাধ্যমে পৌর কমিটি, ইউনিয়ন কমিটি সহ ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়। এর পর থেকেই দলীয় বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে উপজেলা ও পৌর বিএনপি। এরই ধারাবাহিতকায় বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু দলীয় নেতাকর্মীদের নিয়ে পুন:রায় মাঠে কাজ শুরু করেন। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে যাচ্ছেন তিনি। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অসহায়, দরিদ্র, অসুস্থ লোকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন অনুদান দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে উপজেলার ১১টি ইউনিয়নের ৫টি ইউনিয়নের পাড়া মহল্লা থেকে শুরু করে প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চান তিনি। এই গণসংযোগ এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ায় নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে ঈশ্বরগঞ্জ বিএনপি। ২১ জুলাই শুক্রবার উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে এবং ২২ জুলাই শনিবার রাজিবপুর ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করবেন তিনি। বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, আহসান পারভেজ, এড. শাহজাহান, সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি, পৌর বিএনপির সহ-সভাপতি, সালাউদ্দিন খুররম, নূরুন্নবী, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, সাংগঠনিক সম্পাদক এড. তারেক আজিজ, ইউকে স্বেচ্ছাসেবক দলের পাঠাগার সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আরমান শরিফ, সাধারণ সম্পাদক মো. শাহিন ফরিদ, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ হাসান, ছাত্রনেতা রনি, ফরহাদ সহ ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here