ঈদে ঢাকা-ঈশ্বরদী-বেনাপোল রুটে চলবে বিরতিহীন ট্রেন: রেলপথ মন্ত্রী

0
444

খবর৭১ঃ

শনিবার দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম পরিদর্শনকালে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ তথ্য জানান।

আসন্ন ঈদুল আযহার আগেই ঢাকা-ঈশ্বরদী-বেনাপোল রেল রুটে একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চলাচল করবে বলেন।

এসময় যাত্রীসেবার মান বাড়ানোসহ নতুন প্রকল্পের মাধ্যমে কি করে একটি আধুনিক ও যুগোপযোগী স্টেশন উপহার দেয়া যায় এমন প্রকল্প হাতে নিতে পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী আফজাল হোসেনকে নিদের্শনা তিনি।

বঙ্গবন্ধু সেতুর সম্পূর্ণ ভিন্ন আরও একটি রেল সেতু নির্মাণ করা হবে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুর সম্পূর্ণ ভিন্ন আরও একটি রেল সেতু নির্মাণ করা হবে। জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথে ডুয়েল গেজ রেললাইন সম্পন্ন হলে ভবিষ্যতে এ রুটে ৩০০ কিলোমিটার হাইস্পিড গতির ট্রেন চালু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাকশী বিভাগীয় রেলওয়ের দফতরের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

তবে এখনো পর্যন্ত ওই ট্রেনের নাম নির্ধারণ করা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ট্রেনের নাম ও উদ্বোধনের দিন নির্ধারণ করার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here