ঈদের ট্রেনের টিকিট বিক্রি ১ জুন থেকে

0
228

খবর৭১: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ জুন শুক্রবার। চলবে ৬ জুন পর্যন্ত।

বৃহস্পতিবার রেল ভবনে সংবাদ সম্মেলন করে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান। এর আগে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী।

এতে জানানো হয়, প্রথম দিন দেয়া হবে ১০ জুনের টিকিট। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন । চলবে ১৫ জুন পর্যন্ত।

আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের কথা রয়েছে।

সে হিসেবে ঈদযাত্রীদের ১ জুন দেয়া হবে ১০ জুনের টিকিট। এর পর পর্যায়ক্রমে ২ জুন দেওয়া হবে ১১ জুনের, ৩ জুন দেওয়া হবে ১২ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের টিকিট।

আর ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতি যাত্রীদের ১০ জুন দেয়া হবে ১৯ জুনের, ১১ জুনে দেওয়া হবে ২০ জুনের, ১২ জুনে ২১ জুনের, ১৩ জুনে ২২ জুনের, ১৪ জুনে ২৩ জুনের এবং ১৫ জুনে দেওয়া হবে ২৪ জুনের ফিরতি টিকিট।

মুজিবুল হক বলেন, এবার ঈদে মোট সাত জোড়া বিশেষ ট্রেন থাকছে। ঈদের পাঁচদিন আগে এবং সাতদিন পরে বিশেষ ট্রেন চলাচল করবে। রেলে এই ১২ দিন কোনো বন্ধ থাকবে না। এই দিনগুলোতে সারাদেশের সব রুটেই ট্রেন চলাচল করবে।

তিনি জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে ৩১টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে, সে সবের টিকিটসংখ্যা হবে ২২ হাজার। রেলপথের একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

এর আগে বলা হয়েছিল, ঈদুর ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২ জুন থেকে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here