ঈদের ছুটিতে ৭দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি

0
442

খবর ৭১: পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৭দিন বন্ধ থাকবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত দিয়েছে।

বন্দরের বাংলা হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, হিলি স্থলবন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নিয়ে একটি সভা করা হয়েছে। সেখানে পবিত্র শবেকদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকে আগামী ৮ই জুন পর্যন্ত বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়। ইতিমধ্যেই বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষকে পত্র দিয়ে জানানো হয়েছে। তবে আগামী ৯ই জুন থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে বলে তারা জানিয়েছেন।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ কবীর জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সকল ধরণের সরকারী ও বেসরকারী ছুটির আওতামুক্ত থাকে। তাই, এ কারণে এই দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here