ঈদের আগে ব্যাংকে লেনদেন চার দিন

0
283

 

খবর৭১:ঈদের আগে ব্যাংক লেনদেনের জন্য মাত্র চারটি কর্মদিবস পাওয়া যাবে। এই সময়ে বেতন-বোনাস পরিশোধের পাশাপাশি বেতনভুক্ত কর্মীসহ ব্যাংক হিসাবধারীদের ঈদকেন্দ্রিক লেনদেনের জন্য টাকা তোলার চাপ থাকবে ব্যাংকে।

হিজরি সন অনুযায়ী এবার ২৯ রোজা শুক্রবারে পড়ায় ব্যাংক খোলা থাকছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এর পরপরই ঈদের ছুটি শুরু হয়ে যাবে।

এর মধ্যে আগামী ১৩ জুন বুুধবার শবেকদরের ছুটি থাকবে। ফলে আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন এবং বৃহস্পতিবার—এই মোট চারটি দিবসে ব্যাংক লেনদেন করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here