ইয়েমেনে পৃথক হামলায় কমপক্ষে ১৯ জন নিহত

0
239

খবর৭১:ইয়েমেনে পৃথক হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। দেশটির হোদেয়াহ প্রদেশের এক সবজি বাজারে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ১০ কৃষক নিহত হয়েছেন।

অন্যদিকে, শহর থেকে ৭০ কিলোমিটার দূরে পৃথক হামলা চালানো হয়। এতে ৯ জন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে আরও বলা হয়, বৃহস্পতিবারের হামলার ব্যাপারে হুথি বিদ্রোহীরা দাবি করেছে, হামলায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে।এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here