ইয়াবা সেবনের টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন

0
292

খবর ৭১: ইয়াবা সেবনের টাকা না পেয়ে মা ও নিজের থাকার বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছেন মোহাম্মদ আবদুচ ছবুর (৩০) নামে এক মাদকসাক্ত যুবক। ওই আগুনে পুড়ে গেছে নিজেদের ঘরসহ চারটি বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার রাত ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রামের দোভাষী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকাসক্ত ছেলে আবদুচ ছবুরকে পরিবার ও স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দিয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মায়ের ঘরে আগুন দেওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবার ও ক্ষতিগ্রস্তদের স্থানীয় লোকজনের সহযোগিতায় আবদুচ ছবুরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, আবদুচ ছবুর বৃহস্পতিবার রাত ১২টার দিকে ইয়াবা সেবন করে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। ওই সময় তিনি তার মায়ের কাছে ইয়াবা সেবনের জন্য এক হাজার টাকা চান। টাকা দিতে না পারায় মায়ের বসত ঘরের চালায় আগুন ধরিয়ে দেয় সে। এ সময় নিজেদের ঘর ছাড়াও পাশ্ববতি আবদুর রাজ্জাক, সাচি মিয়া ও শাহ আলমের ঘর পুড়ে যাই। আর ঘরের সঙ্গে লাগোয়া একটি তেলের ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়। পরে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল এসে আগুন নেভায়। আগুনে ক্ষতির পরিমাণ ৪৫ লাখ টাকা হতে পারে বলে জানান ফায়ার সার্ভিস। স্থানীয় লোকজন জানান, বিধ্ববা মা একমাত্র ছেলে আবদুচ ছবুরকে নিয়ে ওই ঘরে থাকত। গত কয়েক বছর আগে থেকে ছবুর মাদকাসক্ত হয়ে পড়ার পর টাকার জন্য মায়ের সাথে প্রায় ঝগড়া করতো ছবুর। এমনকি বিধ্ববা মাকে সে মারধরও করতো।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here