ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্টের নেতারা

0
197

খবর৭১ঃতফসিল পেছানোর দাবিতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে বৈঠকে বসেছেন ঐক্যফ্রন্ট নেতারা।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১৩ জন নেতা রাজধানীর আগারগাঁওয়ের কমিশন ভবনের সম্মেলনকক্ষে বৈঠকে বসেন।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করবে ইসির সঙ্গে। ইসিতে জমা দেয়া তালিকার ১৪ জনের মধ্যে আ স ম আবদুর রব ছাড়া বাকি ১৩ জন আজ নির্বাচন ভবনে পৌঁছান।

ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুল কাদের সিদ্দিকী, মোস্তফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, ডা. জাফরুল্লাহ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, এস এম আকরাম ও আবদুল মালেক রতন।

বুধবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঐক্যফ্রন্টের নেতারা।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here