ইসি’তে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে

0
390

খবর ৭১ঃ একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে । গতকালের মতো আজ শুক্রবার সকালেও নির্বাচন ভবনের এজলাসে শুরু হয় শুনানি কার্যক্রম। আজ মনোনয়ন ফিরে পান ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আসনের আব্দুল খালেক। তিনি বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। এছাড়াও মনোনয়ন বৈধতা পেয়েছেন ব্রাক্ষ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি’র প্রার্থী ইঞ্জিনিয়ার মোসলেমুদ্দিন।

এছাড়া আজ আপিল নিষ্পত্তি শেষে অন্যদের মধ্যে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন—মো. জিয়া উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া-৬), হাসান মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম- ৮), আবু আহমেদ হাসনাত (চট্টগ্রাম-৭), মো. গিয়াস উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া-২), মো. আলতাফ হোসাইন (কুমিল্লা-১), খোরশেদ আলম খুশু (চাঁদপুর-৫) এবং মো. মেহেদি হাসান (ব্রাহ্মণবাড়িয়া-৫)।

এর আগে গত ২রা ডিসেম্বর সারাদেশের রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই করে ৭৮৬ মনোয়নয়নপ্রত্যাশীর মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত তিনদিন নির্বাচন কমিশনের আপিল আবেদন করেন ৫৪৩ প্রার্থী। প্রথম দিন মনোনয়ন ফিরে পেয়েছেন ৮০ জন ও বাতিল করা হয় ৭৬ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here