ইসলামের নামে জঙ্গীবাদ সৃষ্টি করে ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছেঃ প্রধানমন্ত্রী

0
431
ইসলামের নামে জঙ্গীবাদ সৃষ্টি করে ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে : প্রধানমন্ত্রী

খবর৭১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইসলাম ধর্মের নামে জঙ্গীবাদ সৃষ্টি করে বিশ্বের কাছে পবিত্র এই ধর্মটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। যারা সত্যিকারের ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা কখনো দ্বন্দ্বে জড়াতে পারেন না। সকলকে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ দিতে হবে। ’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা আরও বলেন, ‘অন্য ধর্মাবলম্বীরা যেন আঘাত না পায়- সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কারো ধর্মে আঘাত দিয়ে কথা বলা, অন্য ধর্মাবলম্বীদের ধর্মবিশ্বাসে আঘাত করা যাবে না। যার ধর্ম সেই পালন করবে।

সেই বিশ্বাস যদি থাকে তাহলে এ দ্বন্দ্ব আর থাকে না। ’প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে কে ভাল কে খারাপ, কে প্রকৃত ইসলামে বিশ্বাসী কে বিশ্বাসী নয়, কে সঠিভাবে ধর্ম পালন করে- কে করে না, কে বেহেশতে যাবে কে যাবে না- তার বিচার তো আল্লাহই করবেন? তার বান্দারা কেন এই বিচার করবেন? কে ভাল মুসলমান, কে মুসলমান নয়- তার বিচার করার ভার আল্লাহ তো কারো হাতে দেননি। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here