ইসরায়েলি সেনাদের অর্ধেকের বেশিই গাঁজায় আসক্ত

0
313

খবর৭১: গত বছর ইসরায়েলি সেনাদের ৫৪.৩ শতাংশই গাঁজা সেবন করেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম ইয়েদিয়থ আহরনথ। ইসরায়েলের মাদকবিরোধী সংস্থার তথ্য থেকে এই প্রতিবেদন করেছে পত্রিকাটি।

এতে দেখা গেছে, ২০০৯ সালের তুলনায় ইসরায়েলি সেনাদের মধ্যে অবৈধ মাদক সেবন বেড়েছে ১১ শতাংশ।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘অতীতে ইসরায়েলি সেনাবাহিনীতে মাদক সেবনকে বিপজ্জনক অপরাধ হিসেবে দেখা হতো। অনেক ক্ষেত্রে সৈন্যদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

তবে ২০১৭ সাল থেকে এই বিধিনিষেধ কিছুটা শিথিল করে আনে তারা। তখন থেকে ডিউটির বাইরে থাকা সৈন্যরা দিনে পাঁচবার ধূমপান করার অনুমতি পায়।

তবে যারা গাঁজা সেবন করে এবং দিনে পাঁচবারের বেশি ধূমপান করে সেসব সেনাদেরও কোর্ট মার্শালের অধীনে আনা হয় না।

এক ইসরায়েলি সেনা বলেন, ‘কমান্ডাররা ধূমপান করে, স্টাফরা করে, মেডিকেল সার্জেন্টরা করে- সবাই এই কাজ করে। আইন কার্যকর করবে কে?’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here