ইসরায়েলি সামরিক ঘাঁটির মেডিকেল গোডাউনে হামলা

0
375

খবর৭১ঃ ১৭ মে রাতে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হননি। দেশটির মধ্যাঞ্চলের তেল হাসোমার সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে।

রুশ সংবাদমাধ্যম স্পুতনিক বলছে, ইসরায়েলি সামরিক ঘাঁটির মেডিকেল গোডাউনে হঠাৎ করে একটি বিস্ফোরণ ঘটে। এরপর দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘাঁটিটির ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু এখানের লোকজন সবাই নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। যে কারণে কারও কোনো ক্ষতি হয়নি।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এক মুখপাত্রের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ঘাঁটিটিতে আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here