ইসরাইল নির্মূল না হওয়া পর্যন্ত থাকবে ইরানি সেনারা

0
226

খবর ৭১ঃসিরিয়া থেকে ইসরাইলের প্রভাব নির্মূল না হওয়া পর্যন্ত ইরানের সামরিক উপদেষ্টারা সেখানে অবস্থান করবে বলে জানিয়েছেনে ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

শনিবার তেহরানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সালাহ আয-যাওয়াবি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আব্দুল্লাহিয়ান বলেন, সিরিয়ায় উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের পতন হওয়ার পর দেশটির জনগণ তাদের নিজ ভূমিতে ইহুদিবাদীদের উপস্থিতি মেনে নেবে না।

তিনি আরো বলেন, দায়েশের পরাজয়ের পর ইসরাইল সিরিয়ার ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালায়। তবে প্রতিরোধকামী শক্তি এবং ইরানের সামরিক উপদেষ্টারা সন্ত্রাসীদের নির্মূল করতে সিরিয়ায় তাদের উপস্থিতি বজায় রাখবেন।

তিনিবলেন, সিরিয়ার ভূখণ্ড আবারো সন্ত্রাসীদের জন্য স্বর্গভূমিতে পরিণত হোক তা দেশটির জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here