ইসরাইলে হামাসের রকেট-বৃষ্টি

0
246

খবর৭১ঃইসরাইলের শহর ও গ্রামগুলোতে বৃষ্টির মতো রকেট ছুড়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ইহুদি রাষ্ট্রটির বিমান হামলায় দুই হামাস যোদ্ধা নিহত হয়েছেন। এরপরেই সেখানেই নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

শনিবার দক্ষিণ ইসরাইলের ভেতরে ৩০ মিনিটের মধ্যে ৯০টিরকেট ছুড়েছে ফিলিস্তিনিরা। ইসাইলি রেডিওর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য দিয়েছে।

তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেশকিছু রকেট গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল।

এছাড়া রকেট সতর্কতা জারি করলে লোকজন আশ্রয়কেন্দ্রে চলে যান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এছাড়াও গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে অন্তত দুই প্রতিবাদকারী নিহত হয়েছেন।

হামাস ও ইসরাইলের মধ্যে একটি দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির চেষ্টা করে যাচ্ছে মিসর। গত একদশকে এই দুই পক্ষের মধ্যে অন্তত তিনটি যুদ্ধের ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here