ইসরাইলের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি

0
316

খবর৭১: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ষড়ষন্ত্র থেকে সরে দাঁড়ান, অন্যথায় আমাদের জবাবে অনুতপ্ত ও হতভম্ব হয়ে পড়বেন। মঙ্গলবার (২ মে) এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন,পরমাণু সমঝোতায় দেওয়া সব প্রতিশ্রুতি আমরা পুরোপুরি মেনে চলছে। তারপরও ইসরাইল আমাদের বিরুদ্ধে ষড়ষন্ত্র করছে। এটা কোনোভাবেই মানা যায় না। তাই ইসরাইলকে বলবো বিপজ্জনক আচরণ ও ষড়ষন্ত্র থেকে সরে দাঁড়ান। অন্যথায় আমাদের জবাবে অনুতপ্ত ও হতভম্ব হবেন।

তিনি বলেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরাইলের জন্য অশুভ লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে বলে নতুন করে অভিযোগ তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রী ইরানের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রমাণস্বরূপ কিছু ছবি, সিডি ও কাগজ টেলিভিশন ক্যামেরার সামনে তুলে ধরেন।

এসময় নেতানিয়াহু বলেন, ইসরাইলের হাতে আসা কয়েক হাজার পৃষ্ঠার নথিপত্রই দাবি করে যে, ইরান গোপনে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

নেতানিয়াহুর এমন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আমির হাতামি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here