ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা-বিক্রী নিষিদ্ধ হচ্ছে

0
284

বাগেরহাট প্রতিনিধিঃ
দেশের ২৭টি জেলার সব নদ-নদী, সমুদ্র উপকূল এবং মোহনায় এবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমটি নিরাপদ করতে আগামী মাসে ২২ দিন ইলিশ আহরণ, বিক্রির পাশাপাশি সরবরাহ, মজুদও নিষিদ্ধ করা হচ্ছে। এবছর ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে ইলিশ আহরণের পাশাপাশি দেশব্যাপী বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। কোন ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইনে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দন্ডের সাজা হতে পারে। মৎস্য অধিদপ্তর এতথ্য নিশ্চিত করেছে।
মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদ আরা মমি জানান, আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে সহসাই এই নিষেধাজ্ঞা জারি হবে। এই নিষেধাজ্ঞার মধ্যে ইলিশের নিরাপদ প্রজননের জন্য ২৭টি জেলার সব নদ-নদী, সমুদ্র উপকূল এবং মোহনায় এই রূপালী মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকা ২৭ জেলা হচ্ছে, বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, শরীয়তপুর, ব্রাক্ষ¥নবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী। এই কর্মকর্তা আরও জানান, বিগত বছরগুলোর ন্যায় এবারও মৎস্য বিভাগ প্রতিটি জেলার স্থানীয় প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী সমুহের সহয়তায় এই ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যাপক অভিযান পরিচালনা করবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here