‘ইরান যত দিন থাকবে যুক্তরাষ্ট্রও তত দিন সিরিয়ায় থাকবে’

0
226

খবর ৭১ঃসিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ভূখণ্ড থেকে তার দেশের সেনাদের ফিরিয়ে নেয়ার যে ঘোষণা দিয়েছিলেন জন বোল্টনের বক্তব্যের মাধ্যমে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ট্রাম্প গত এপ্রিল মাসে ঘোষণা দিয়েছিলেন যে, তিনি সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের ফিরিয়ে নেবেন। সিরিয়ায় তৎপর উগ্রসন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পরাজয়ের পর দেশটিতে তাদের পূর্বঘোষিত মিশন শেষ হয়ে গেছে বলে জানান ট্রাম্প।

কিন্তু বোল্টন এবিসি সংবাদমাধ্যমকে রোববার বলেন যে, সিরিয়ায় যত দিন পর্যন্ত ইরানের উপস্থিতি রয়েছে তত দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্য কোথাও যাচ্ছে না।

তিনি বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট এটা স্পষ্ট করেছেন যে, যতক্ষণ পর্যন্ত না আইএসআইএলের কথিত খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন ধ্বংস না হয় এবং যতক্ষণ ইরান মধ্যপ্রাচ্যে তার ধ্বংসাত্মক কার্যক্রম অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি বজায় থাকবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here