ইরানে থানা ও সেনাঘাঁটির নিয়ন্ত্রণের চেষ্টা অস্ত্রধারী বিক্ষোভকারীদের

0
329

খবর ৭১: ইরানে সরকারবিরোধী আন্দোলন বেগবান হচ্ছে। এক সপ্তাহ ধরে চলে আসা বিক্ষোভ-আন্দোলন দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারী বিক্ষোভকারীরা দেশটির পুলিশ স্টেশন ও সেনাঘাঁটির নিয়ন্ত্রণ নিতে হামলা চালিয়েছে। তবে তা প্রতিহত করা হয়েছে। অবশ্য এ বিষয়টির দালিলিক কোনো প্রমাণ মেলেনি।

এদিকে আন্দোলনে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে এক পুলিশ সদস্যও।

অন্যদিকে আন্দোলন দমনে প্রায় চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার রাজধানী তেহরানের অ্যাঙ্গলেভ স্কয়ারে বিক্ষোভকারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে।

ঘটনার পর তরুণ বিক্ষোভকারী মিলাদ আলজাজিরাকে বলেন, একদম চুপ করে থাকার চেয়ে এটি ভালো উদ্যোগ।

এ সময় ঘটনাস্থলের পাশে থাকা পঞ্চাশোর্ধ্ব আসলাম বলেন, বিক্ষোভকারীরা যে কষ্টে আছে, সেই অবস্থাটা জানানোর সুযোগ দেয়া উচিত। তবে তিনি সরাসরি বিক্ষোভে অংশ নেননি।

এদিকে দেশটির আধা সরকারি সংবাদ প্রতিষ্ঠান মেহেরনিউজ এজেন্সি সোমবার জানায়, নাজাফাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। এ সময় গুরুতর আহত হন আরও তিন পুলিশ কর্মকর্তা।

তবে বিক্ষোভকারীরা এ হামলা চালিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here